Log in or Sign up
6mo ago
ক ছিলো ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। এই গ্রামের মানুষেরা সবসময় হাসিখুশি থাকত। সেখানে এক বৃদ্ধ, নাম তার হরিদাস, ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। হরিদাসের ছিলো এক আশ্চর্য ক্ষমতা, তিনি গ্রামের প্রতিটি গাছপালা এবং পশুপাখির ভাষা বুঝতে পারতেন।